আমাদের সম্পর্কে
আমাদের সম্পর্কে
আলতাজের রহমান ডিগ্রি কলেজটি দ্বীপজেলা ভোলার সর্বসুন্দর পরিবেশে প্রতিষ্ঠিত রাজনীতি ও ধূমপানমুক্ত একটি ব্যাতিক্রমধর্মী আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। বিজ্ঞান সম্মত আধুনিক পদ্ধতিতে এখানে ছাত্র-ছাত্রীদের শিক্ষাদান করা হয়। এ কলেজের প্রধান লক্ষ্য তাত্ত্বিক শিক্ষাকে বাস্তব ভিত্তিক করে তোলা: যার ফলে একজন শিক্ষার্থী শুধুমাত্র পরীক্ষায় পাশই করবে না, জীবনের সকল ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করতেও সক্ষম হবে। অর্থাৎ নিয়ম শৃংখলার মাধ্যমে একটি আদর্শ পরিবেশে এ কলেজের ছাত্র-ছাত্রীদেরকে পাঠদান করা হয়।কলেজে আছে বিশেষভাবে বাছাইকৃত মেধাবী, যোগ্যতাসম্পন্ন ও অভিজ্ঞ একদল নিবেদিতপ্রান কর্মচঞ্চল শিক্ষক ও কর্মী। এদের সংস্পর্শে ও আন্তরিক সহযোগিতায় শিক্ষার্থীগণ খুঁজে পায় সঠিক পথের সন্ধান। তাছাড়া প্রতি দশজন শিক্ষার্থীর সার্বিক উন্নতির জন্য রয়েছেন একজন অভিজ্ঞ গাইড শিক্ষক। তিনি প্রতি মাসে একাধিক গাইড ক্লাশ নেয়ার মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীর লেখাপড়াসহ যাবতীয় বিষয়ে তাদের সাথে খোলামেলা আলোচনা করতে পারেন। অনগ্রসর চরনোয়াবাদ এলাকার মানুষের চাহিদার কথা বিবেচনা করে ১৯৯৪ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ততকালীন পানি সম্পদ প্রতিমন্ত্রী জনাব মোশারেফ হোসেন শাজাহান কলেজটি প্রতিষ্ঠা করেন। অন্যান্য প্রতিষ্ঠাতারা হলেন ভোলা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোঃ সামসুল আলম, সাবেক পৌর মেয়র জনাব গোলাম নবী আলমগীর, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক জনাব গোলাম কিবরিয়া জাহাঙ্গির প্রমুখ। প্রতিষ্ঠালগ্ন থেকেই কলেজের ফলাফল অত্যান্ত সন্তোশজনক। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের এইচ. এস. সি পরীক্ষায় কলেজটি একাধিকবার মেধা তালিকায় সেরা দশের মধ্যে ছিল।
14.03.2017 Admin
© 2023 Altazer Rahman College,Bhola. | Technical Assistance by: explore IT